বিচারপতির প্রশ্নের মুখে ইডি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ সংক্রান্ত মামলায় অভিষেকের সংস্থা লিপ্‌স অ্যান্ড বাউন্ডস নিয়ে রিপোর্ট পেশ করেছিল ইডি।

সেই রিপোর্ট নিয়ে ইডিকে তুলোধোনা বিচারপতির। নাম না করে বিচারপতি সিনহার প্রশ্ন, তার আয়ের উৎস কী? সূত্রের খবর, বিচারপতি অমৃতা সিং এই রিপোর্ট গ্রহণ করলেও তিনি তা দেখার পরেই নিজের বক্তব্য রাখবেন।

প্রসঙ্গত, অভিষেক, রুজিরা এবং ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’ সংস্থার ডিরেক্টরের নথি জমা পড়েছে শোনার পরই অমৃতা সিং জানতে চান অভিষেকের এই বিপুল আয়ের উৎস কী? ২০১৪ সালের পর থেকে অভিষেকের সম্পত্তি ফুলেফেঁপে ওঠার কারণও জানতে চেয়েছেন তিনি। ২০ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।