বড়দিন উপলক্ষে শহরের বিধান মার্কেট সহ বিভিন্ন দোকানগুলোতে ক্রেতার দল

রাত পোহালেই বড়দিন, তার আগেই সেজে উঠেছে শিলিগুড়ির রাস্তাঘাট পাশাপাশি শহরের বিভিন্ন চার্জ গুলো। আলোক শয্যায় সজ্জিত করা হচ্ছে বিভিন্ন পথ ঘাটা প্রতিবারের মতন শিলিগুড়ি পুর নিগম বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে আলোকসজ্জা সজ্জিত করেছে শহরের প্রধান প্রধান রাস্তা। অন্যদিকে বড়দিন উপলক্ষে শহরের বিধান মার্কেট সহ বিভিন্ন দোকানগুলোতে ক্রিসমাসের সামগ্রী কিনতে ভিড় জমেছেন ক্রেতার দল। টুনি লাইট, সান্তা ক্লজ সহ ক্রিসমাস ট্রি সহ একাধিক সামগ্রিক সহ কেকেট এর দোকানগুলোতে ভালোই এবার কেনাকাটি হচ্ছে বললে জানান বিক্রেতারা। বিক্রেতারা জানান বড়দিন উপলক্ষে বেশ কয়েকদিন আগে থেকেই ভালোই বেচাকেনা হচ্ছে তাদের দোকানে। শুধু সমতল নয় পাহাড়ের বিভিন্ন ক্রেতারা ভিড় জমাচ্ছেন ক্রিসমাসের সামগ্রী কেনার জন্য। এদিন এক শিক্ষিকা জানান ব্যস্ততম জীবনে কাজের পরে প্রত্যেকবারের মতন এবারও বড়দিনের বাজার করতে বার হয়েছেন। তবে তিনি অভিযোগ করেন এক এক দোকানে দামের ফারাক রয়েছে। অন্যদিকে পাহাড় থেকে আগত এক ক্রেতা জানান বড়দিন উপলক্ষে ডিসেম্বর প্রথম থেকেই থেকে উৎসবে ভাসতে ক্রিসমাসের তোড়জোড় শুরু করে দিয়েছেন। এদিন অতিথি ও পরিজনদের জন্য কেক উপহার দিতে শিলিগুড়ি বাজারে কেনাকাটি চলচ্ছে।