পাকুয়াহাট পোস্ট অফিস নিয়মিত না খোলার অভিযোগ।বিভিন্ন সমস্যার কথা বলে প্রায় দেড় মাস ধরে বন্ধ হয়ে রয়েছে পাকুয়াহাট উপর ডাকঘর।সাধারন মানুষের অভিযোগ পোস্টমাস্টার নিয়মিত সময়ে পোস্ট অফিস খোলেনা এছাড়াও পোস্ট অফিসের বিভিন্ন পরিষেবা বন্ধ রাখা হয়েছে।সাধারন মানুষ বিভিন্ন কাজ করতে আসলে কাজ হছে না বলে জানানো হচ্ছে বলে অভিযোগ। কাজ বন্ধ রাখার পোস্টার লাগানো রয়েছে পোস্ট অফিসের দেওয়ালে।এই গরমে দূর-দূরান্ত থেকে সাধারণ মানুষ পোস্ট অফিসে আসছে এবং ঘুরে যাচ্ছে ,কখনো বলা হচ্ছে পোস্ট অফিসে কোন কাজ হচ্ছে না, কখনো বলা হচ্ছে কম্পিউটার খারাপ, কখনো আবার বলা হচ্ছে সার্ভার ডাউন রয়েছে,এই ধরনের বিভিন্ন কথা বলা হচ্ছে পোস্টমাস্টারের তরফ থেকে।এই বিষয়ে সাধারণ মানুষ প্রশাসনের কাছে বারবার বলা সত্ত্বে তাদের পক্ষ থেকে কোন ভ্রূক্ষেপ নেই তাদের তরফ থেকে বলা হচ্ছে লিখিত অভিযোগ করুন।এই বিষয়ে পোস্ট অফিসার ব্যাক্তি বলেন,বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন জায়গা থেকে এসে ঘুরে যাচ্ছেন কোন পরিষেবা নেই সময় মত পোস্ট অফিস খোলা হচ্ছে না বলে অভিযোগ সাধারণ মানুষের।পোস্ট অফিসে বিভিন্ন কাজে জন্য আসা সাধারণ মানুষকে দেড় মাস ধরে হয়রানি করা না হচ্ছে।এই নিয়ে পাকুয়াহাট পোস্ট অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ।এই বিষয়ে পোস্টমাস্টার বাদল চন্দ্র বিশ্বাস, জানিয়েছেন সার্ভার ডাউন এবং কম্পিউটার খারাপ তাই জন্য বিভিন্ন কাজ বন্ধ হয়েছিলো এখননসব কাজ হছে। এছাড়াও কম্পিউটার মালদা পাঠানো হয়েছে বিভিন্ন ভাবে অভিযোগ গুলিকে অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন কাজকর্ম ঠিকঠাকই রয়েছে কিছু সমস্যার জন্য এই কাজ মাঝে মধ্যে বন্ধ হয়ে পরছিল এখন সব ঠিকঠাকই রয়েছে ।
Related Posts
আট বছরের বাচ্চার উপস্থিত বুদ্ধিতে দুর্ঘটনার হাত থেকে বাঁচল ট্রেন
নিজের গায়ের লাল গেঞ্জি খুলে ট্রেন থামিয়ে কয়েকশো যাত্রীর প্রাণ বাঁচালো পঞ্চম শ্রেণীর ছাত্র মুরসালিম। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভালুকা রোড স্টেশন এর কাছে। রেল সূত্রে খবর, ঘটনাটি শুক্রবার দুপুর সাড়ে ৩টের। দুরন্ত গতিতে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন মালদা…
মালদায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে শতাধিক বাড়ি ! ঝলসে মৃত ১, আহত ৩০
বুধবার বিকেলে বিধ্বংসী আগুন রতুয়া থানা এলাকার অন্তর্গত মহানন্দা টোলার বলরামপুরে। আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে একের পর এক বাড়ি। পুড়ে খাঁক হয়ে গিয়েছে অন্তত শতাধিক বাড়ি। জানা গিয়েছে , আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এক মহিলার। আহতের সংখ্যা অন্তত ৩০।…
বাড়ির চারপাশে থইথই জল,অন্তঃসত্বা মেয়েকে নিয়ে আতঙ্কে কাটছে দিনরাত
বাড়ির চারপাশে থইথই করছে পুনর্ভবা নদীর জল।স্রোতের শব্দে বুক কেঁপে উঠছে পঞ্চাশোর্ধ্ব মহিলা আশুবালা সরকারের।আশুবালা দেবী বলেন বাড়িতে সাড়ে আটমাসের অন্তঃসত্বা মেয়ে রয়েছে পুনর্ভবা নদীর জলের স্রোতে রাস্তা ভেঙে বাড়ি এখন জলাভুমি। যোগাযোগের মাধ্যম বলতে একমাত্র ছোট ডিঙি নৌকা।স্রোতের কারণে…