বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সেই ২০২২ সালের আগস্ট মাসে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূম জেলা প্রাক্তন তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট।
অনুব্রতর অনুপস্থিতিতে বদলে গিয়েছে জেলার রাজনীতি, উত্তপ্ত বীরভূমের নানুর। নানুরে অনুব্রত মণ্ডল গোষ্ঠী ও অনুব্রত বিরোধী দাপুটে তৃণমূল নেতা কাজল শেখ গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে বিবাদ। অভিযোগ, অনুব্রত মণ্ডল গোষ্ঠীর চার তৃণমূল কর্মীর ওপর হঠাৎই কাজল শেখ গোষ্ঠীর লোকজন চড়াও হয়।
পাল্টা কাজল শেখ গোষ্ঠীর অভিযোগ তাদের ওপর চড়াও হয় অনুব্রত মণ্ডল গোষ্ঠীর। বোমা, গুলি নিয়েও হামলা চালানো হয়েছে বলে দুপক্ষই অভিযোগ আনে। পুলিশ সূত্রে খবর, ঘটনার জেরে সাতজনেরও বেশি তৃণমূল কর্মীকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের চোট গুরুতর।