এক নৃশংস খুনের ঘটনায় উত্তাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে৷ শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস খুনের ঘটনা৷ শ্রদ্ধা ওয়াকার খুনের ঘটনায় আপাতত পুলিশের জালে অভিযুক্ত প্রেমিক খুনি আফতাব। কিন্তু অন্যদিকে শ্রদ্ধা ওয়াকার খুনের তদন্ত প্রক্রিয়া আরও জটিল হচ্ছে। কারণ জঙ্গলে দেহের কয়েকটি কাটা অংশ খুঁজে পাওয়া গেলেও বাকি অংশ খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৫ টি টুকরো উদ্ধার হয়েছে এবং সঙ্গে মিলেছে কিছু হাড়। সেগুলি শ্রদ্ধার কিনা তা পরীক্ষা করতেই হিমশিম খাচ্ছে ফরেনসিক দল।
এই অবস্থায় জানা গিয়েছে, খুনের মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’ করানোর অনুমোদন দিয়েছে আদালত। তাহলে কি পরবর্তী ক্ষেত্রে সিবিআই তদন্তভার পাবে এই ঘটনার, থাকছে প্রশ্ন। পুলিশি জেরায় আফতাব স্বীকার করে নিয়েছে এই খুনের ঘটনা। কিন্তু যেহেতু মৃতের দেহের এতগুলি টুকরো করা হয়েছে তাই স্বাভাবিকভাবেই তা খুঁজে পেতে সময় লাগছে পুলিশের।
সেই প্রেক্ষিতেই সাকেত আদালত তার ‘নার্কো টেস্ট’ করার অনুমতি দিয়েছে। যদিও এই টেস্টে ধৃতের জবানবন্দি আদালতে গ্রাহ্য হয় না, তবুও পুলিশি তদন্তে তা নয়া দিশা দেখাতে পারে। সাধারণত বড় কোনও ঘটনাতেই এই টেস্টের অনুমতি দেয় আদালত। আর এক্ষেত্রে তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই অনেকে এই ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ বলছেন। তাই অনুমান, সিবিআই এর তদন্তভার পাবে।