রাস্তা বেহাল, কল আছে জল নেই, তাই জল ও রাস্তা আগে তারপর ভোট। ভোটের প্রাক্কালে পানীয় জল এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড নেতাজি পাড়া পরেশ মিত্র কলোনি বেশ কিছু ভোটারা বিক্ষোভ দেখাল। বারংবার কাউনসিলরকে বলে কোনও কাজ হয়নি বলেই অভিযোগ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির মালবাজারে জনসভা করে রাজ্যের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেছেন।
স্থানীয়রা মনে করছে একই ভাবে জলপাইগুড়িতেও তিনি আজ উন্নয়নের ফিরিস্তি তুলে ধরবেন। অথচ মুখ্যমন্ত্রীর সভামঞ্চের পাশের এলাকাই সরকারি পরিষেবা থেকে বঞ্চিত। উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছায়নি বলে স্থানীয় মানুষেরা অভিযোগ তুলে বিক্ষোভ করেন। স্থানীয়দের দাবি জলের জন্য সকালে লাইনে দাঁড়ালে বিকেলেও বালতি ভর্তি হয় না। সুতোর মতো খুব ধীরে জল পড়ে। আর দীর্ঘ কয়েক বছর ধরে এই সমস্যা চলছে। একই সঙ্গে রাস্তাও বেহাল।
স্থানীয় কাউন্সিলর পৌষালী দাস জল ও রাস্তার সমস্যার কথা স্বীকার করেছেন। তবে তার বক্তব্য, ‘এই বিষয়ে বারংবার জানানো হয়েছে পুরসভায়। তবুও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।’ একই দাবি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পালেরও। টেলিফোনে তিনি জানান, ‘জলের রিজার্ভারের কাজ চলছে, বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজও হচ্ছে। ভোটের পর যা সমস্যা আছে সমাধান করা হবে’।