বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে। হাওড়া রেল স্টেশন ও হাওড়া মেট্রো স্টেশনেকে জুড়তে বিশেষ ভাবনা রেলের। হাওড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে যাত্রীরা নেমে যাতে সহজেই মেট্রো স্টেশনে পৌঁছাতে পারেন তার জন্য সাবওয়ে তৈরির পরিকল্পনা করছে মেট্রো রেল।

হাওড়া ময়দান থেকে এসপ্ল‌্যানেড পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে বাণিজ্যিক মেট্রো পরিষেবা শুরু হয়েছে গত ১৫ই মার্চ থেকে। হাওড়া স্টেশনে লোকাল ট্রেন থেকে নামার পর যাত্রীদের হাওড়া মেট্রো স্টেশনে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগছে। ফেরার সময়ও একই ঘটনা ঘটছে। যাত্রীদের বেশ কিছুটা ঘুরে পৌঁছতে হচ্ছে।

এরফলে বেড়ে যাচ্ছে ভিড়। যাত্রীদের লোকাল ও মেট্রোর মধ্যেকার পথ সুগম করতে নতুন এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মেট্রো রেলের জেনারেল ম‌্যানেজার পি উদয়কুমার রেড্ডি জানিয়েছেন, যাত্রীদের সুবিধার জন্য মেট্রো স্টেশনে সাইনেজ বাড়ানো হবে।