বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক।
ইডির হাতে গ্রেফতার হওয়ার সময় তিনি ছিলেন রাজ্যের বনমন্ত্রী। যদিও মন্ত্রিত্ব ঘুচেছে জ্যোতিপ্রিয়র। আর তার একদিন পরই জামিন চেয়ে আদালতের দ্বারস্থ তৃণমূলের বালু। গ্রেফতার হওয়ার ১১৩ দিন পর এই প্রথম জামিনের আবেদন করলেন জ্যোতিপ্রিয়।
কলকাতার নগর দায়রা আদালতে জামিনের আর্জি জানান রেশন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্ৰিয় মল্লিক। জামিনের আবেদন করে মূলত দুটি যুক্তি দিয়েছেন বালু। আদালতে প্রাক্তন মন্ত্রী জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। তাই সেই প্রেক্ষিতে তাকে জামিন দেওয়া হোক।