চলতি বছর থেকে নতুন করে চালু হতে চলেছে আরও এক প্রকল্প

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে মেয়েদের জন্য কন্যাশ্রী, ছেলেদের জন্য রূপশ্রী, মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার, চিকিৎসার জন্য স্বাস্থ্য সাথী অন্যতম।

সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে প্রায় ৫০-টির কাছাকাছি প্রকল্প চালু করা হয়েছে রাজ্যে। এরই মধ্যে প্রায় ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া প্রকল্প ফের চালু করতে চলেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে।

রাজ্যের লোকশিল্পীদের আর্থিক সাহায্য প্রদানের লক্ষ্যে ২০১৪ সালে এই প্রকল্প চালু হয়েছিলো। ২০২৩ এ এসে পুনরায় এই প্রকল্প চালু করার কথা ভাবছে রাজ্য। এর মাধ্যমে ৬০ বছরের অধিক বয়সের লোকোশিল্পীদের প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। পাশাপাশি সরকারি পরিচয় পত্রও দেওয়া হয়। এতে ফের নাম নথিভুক্ত করতে পারবেন সাধারণ মানুষ।