বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে এ বছর বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য। তবে মন গলেনি সরকারি কর্মীদের। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা।
এরই মাঝে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার স্বাস্থ্য ক্ষেত্রে কর্মরত কর্মীদের একাংশের জন্য সুখবর। জানানো হয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রে আয়ুষ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যেসব কর্মীরা স্ট্রাইপেন পাতেন, এবার থেকে তারাও ৩ শতাংশ হারে DA পাবেন।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত আয়ুষ প্রতিষ্ঠানে কর্মরত ইন্টার্ন, হাউস স্টাফ এবং পোস্ট গ্র্যাজুয়েশন ট্রেনিরা কোনও মহার্ঘ ভাতা পেতেন না। তবে এবার থেকে তাদেরও মহার্ঘ ভাতার আওতায় আনল রাজ্য। এই নিয়ে অর্থ দফতরের অনুমোদনের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আয়ুষ শাখার তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।