আসন্ন নির্বাচনের আগে বিরোধী দলের একজোট নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে বিরোধী ঐক্য আরও মজবুত করতে আগামী ১২ জুন পাটনায় বিরোধীদের প্রথম সম্মিলিত বৈঠক হতে চলেছে নীতিশ কুমারের আহ্বানে। বৈঠকে থাকবে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ-সহ ২১টি বিরোধী দল।

নীতিশ-তেজস্বীকে আগেই এই বৈঠক ডাকার আহ্বান জানান বাংলার মুখ্যমন্ত্রী। সেই অনুরোধ মেনেই জুনের তৃতীয় সপ্তাহে বৈঠক ডাকলেন বিহারের মুখ্যমন্ত্রী। জেডিইউ, এনসিপি, আরজেডি, ডিএমকে-সহ অধিকাংশ বিরোধী দলই থাকছে বৈঠকে। শেষ পর্যন্ত এই বৈঠকে কারা থাকেন সেদিকে নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে থেকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা ও ফারুক আবদুল্লা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও, এনসিপি প্রধান শরদ পওয়ার, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সকলেই থাকতে পারেন বৈঠকে। আলাদা করে মমতার অবস্থান নিয়েও বহু রকমেরই জল্পনা রয়েছে এই পরিস্থিতিতে তাই নীতিশের ডাকা বৈঠককে ঘিরে জোর জল্পনা রয়েছে রাজনৈতিক মহলে।