লাদাখের পর এবার ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে অরুণাচল

বিগত কয়েক মাস ধরে উত্তেজনার পারদ চড়ছে লাদাখ নিয়ে, যা নিয়ে এখনো কোনো সুরাহা হয়নি৷ এরই মাঝে আবার ক্রমশ উত্তেজনা বাড়ছে অরুণাচল সীমান্তে৷ অরুণাচল সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় বাড়ছে দুই পক্ষের সামরিক মহড়া৷ লাল ফৌজের আস্ফালন রুখতে পূর্ব সেক্টরে নতুন অস্ত্র মোতায়েন করেছে ভারতীয় সেনা৷ লাদাখের পর আরও অরুণাচল সীমান্তে  এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি চিন্তার ফেলেছে বিশেষজ্ঞ মহলকে। তবে অরুণাচল সীমান্তে  যেকোনও রকম হামলা রুখতে প্রস্তুত ভারতীয় ফৌজ৷ 

পূর্ব সেক্টরে ইতিমধ্যেই মোতায়েন করা নতুন এম৭৭৭ আল্ট্রা-লাইট হাউইতজার এবং সিএইচ-৪৭এফ চিনুক হেলিকপ্টার। পাশাপাশি মোতায়েন করা হয়েছে সুইডিশ অস্ত্র সংস্থা বোফর্স এবি-র তৈরি আপগ্রেডেড এল-৭০ অ্যান্টি-এয়ারক্রাফট কামান৷ তবে ভূপ্রকৃতিক অবস্থান, উচ্চতা এবং দুর্গম পথের জন্য অরুণাচল সীমান্তের বহু স্থানেই ভারী কামান মোতায়েন করা যায়নি৷ সেই সকল জায়গা গুলিতে চিনুকের সাহায্যে এম৭৭৭ আল্ট্রা-লাইট হাউইতজার মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার সঞ্জীব কুমার। 

সিকিম থেকে অরুণাচলপ্রদেশ পর্যন্ত ১ হাজার ৩৪৬ কিলোমিটার দীর্ঘ ভারত-চিন সীমান্ত। গত বছর জুন মাস থেকে উত্তেজনার পরিবেশ রয়েছে লাদাখ সীমান্তে৷ এই পরিস্থিতির মাঝে   অরুণাচলেও সম্প্রতি মুখোমুখি হল ভারত ও চিন সেনা। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। কিন্তু সীমান্তে রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে চিন সেনা। ক্রমেই উত্তপ্ত হচ্ছে অরুণাচল সীমান্তের পরিস্থিতি৷ অরুণাচলপ্রদেশের ভারত-চিন সীমান্ত লাগোয়া এলাকায় শক্তি বাড়াচ্ছে ভারতীয় সেনাবাহিনীও।

Leave a Reply