আয়তন অনুযায়ী সরকারি আবাসনের ভাড়ার তালিকা তৈরি করলো পুর দফতর

আবাসন সংস্কার করতেই পুর দফতরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছিল আবাসনের ফ্ল্যাটগুলির ভাড়ার তালিকা তৈরি করতে। তবে দফতরের সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই তৈরি করা হয়েছে সেই তালিকা। কিন্তু সেই তালিকা অনুযায়ী নতুন ভাড়া কবে থেকে চালু করা হবে তা এখনও জানানো হয়নি। পুর দফতরের সল্টলেকে রয়েছে মোট পাঁচটি আবাসন। আর সেই আবাসনগুলির ভাড়ার জন্যই পুনর্বিন্যাসের বিষয়ে অগ্রসর হয়েছে পুর দফতর।

 তবে সেই আবাসন গুলি তৈরি হওয়ার পর দীর্ঘদিন ধরে থেকেই সেগুলির কোন দেখাশোনা করা হয়নি। তবে দফতরের ভাড়া বাড়ানোর পিছনে রয়েছেন আরও একটি কারণ, যাতে তাঁরা চাকরি থেকে অবসর নেওয়ার পর বাড়তি ভাড়ার কারণে তাঁরা নিজেরাই ঘর ছেড়ে দিয়ে বেরিয়ে যান।

অন্যদিকে আবাসনের বাসিন্দারা জানিয়েছেন, পুরো দফতরের ফ্ল্যাটগুলির বেহাল দশা হয়ে রয়েছে। তাঁদের ভাড়া বাড়লেও অসুবিধে নেই তাঁরা চাইলে ভাড়া বাড়াতেই পারে। তবে শুধু ভাড়া বাড়ালেই হবে না, সেই সঙ্গে আবাসনের দেখা শোনার কাজও করতে হবে। তবে কবে থেকে ভাড়া বাড়তে পারে তা এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।