বড় বদল এলো স্বাস্থ্য সাথী কার্ডের নিয়মে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে স্বাস্থ্য সাথী অন্যতম। এই কার্ডের মাধ্যমে প্রতিবছর একটি পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে এবার ফের একবার নিয়মের পরিবর্তন ঘটানো হল স্বাস্থ্য সাথী কার্ডে। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এমার্জেন্সি অর্থপেডিকের অপারেশনের ক্ষেত্রে এই নিয়ম আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী দুর্ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে রোগীকে ভর্তি করাতে হবে হাসপাতালে।

রোগীর দুর্ঘটনা সংক্রান্ত সরকারি নথিও জমা দিতে হবে হাসপাতালে। এই নিয়মগুলি মানলে তবেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে বেসরকারি হাসপাতালে বীমার সুবিধা পাবেন রোগী। এমনকি রোগীর চিকিৎসা বা অপারেশন করতে হবে আগে থেকে নথিভুক্ত চিকিৎসককে।