নয়া নিয়ম ঘোষিত হলো পরীক্ষা নিয়ে

পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই আবহেই চলছে বেশ কিছু জল্পনা। বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম। নতুন শিক্ষানীতি অনুযায়ী উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এবার থেকে একবার নয়, বছরে দুবার পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের।

ছ মাস অন্তর হবে পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম। পাশাপাশি বদলে যাচ্ছে উচ্চমাধ্যমিক পাঠ্যক্রম অর্থাৎ সিলেবাসও। প্রায় ১১ বছর পর বদল আনা হচ্ছে হচ্ছে এই সিলেবাসে। এই পদ্ধতির ঘোষণা করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

জানানো হয়েছে কবি শ্রীজাতের কবিতা অন্তর্ভুক্ত করা হবে উচ্চমাধ্যমিকের বাংলা বিষয়ে। ইতিহাসের পাঠ্যক্রমে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়তে হবে ছাত্র-ছাত্রদের। তবে বিজ্ঞানের পাঠ্যক্রমে খুব একটা পরিবর্তন আনা হয়নি।