দিওয়ালির আগে যাত্রীদের জন্য বড় সুখবর

চলছে উৎসবের মরশুম৷ আগামী সপ্তাহেই আসছে দিওয়ালি, তার আগে যাত্রীদের জন্য বড় সুখবর শোনাল ভারতীয় রেল। দিওয়ালিতে ট্রেন সফরে বিনামূল্যে মিলবে খাবার ও জলের সুবিধা। তবে এর জন্য রয়েছে বিশেষ শর্ত৷ সেই শর্ত পূরণ হলে তবেই মিলবে বিনামূল্যে খাবারের সুবিধা৷

রেলের ঘোষণায় বলা হয়েছে, ট্রেন যদি দেরিতে চলে তবেই IRCTC-র তরফে বিনামূল্যে খাবার দেওয়া হবে। IRCTC-র নিয়ম অনুসারে, ট্রেন যদি ২ ঘন্টা বা তার বেশি দেরিতে চলে তখনই যাত্রীদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের এই সুবিধা দেওয়া হয়ে থাকে। শতাব্দী, রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের যাত্রীরা বিনামূল্যে খাওয়ার সুবিধা পাবেন৷

ট্রেনে কী খাবার দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও নিয়ম নেই। সকালে বিনামূল্যে চা, বিস্কুট কিংবা পাঁউরুটি-মাখন দেওয়া হতে পারে। দুপুরে মিলতে পারে রুটি, সবজি, ইত্যাদি৷ শীত আসছে৷ এই সময় কুশার জন্য অনেক সময়ই দূরপাল্লার ট্রেনগুলি অনেকটা দেরিতে চলে৷ উত্তর ভারতে ট্রেন লেট করা রোজ নামচা৷ ট্রেন দেরি হলে, যাত্রীরা যাতে খাবার ও জলের জন্য কষ্ট না পান, সেকথা মাথায় রেখেই IRCTC-র তরফে এই খাবারের বন্দোবস্ত৷