ফেব্রুয়ারি মানেই “ভালবাসার মরশুম”। ভালবাসার দিন অর্থাৎ ভ্যালেনটাইন ডে পালনের মধ্য দিয়েই শুধু এই মরশুম উদযাপিত হয় না। বরং ক্যালেন্ডারের দিন ধরে চলে প্রতিটি দিন পালন। তার মধ্যে রোজ ডে, চোকলেট ডে, টেডি ডে অন্যতম। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে জায়গা করে নিয়েছে ভ্যালেন্টাইনস উইক। আর এই ভ্যালেনটাইন উইকে টেডি বিয়ার নিয়ে আলাদা উন্মাদনা দেখা যায় বর্তমান প্রজন্মের মধ্যে। আর এরফলে লক্ষ্মীলাভ হচ্ছে ব্যবসায়ীদের। আলিপুরদুয়ার জেলার কালচিনি, মাদারিহাট, আলিপুরদুয়ার, হ্যামিল্টণগঞ্জে উপহারের দোকানগুলিতে গেলে দেখা যাচ্ছে টেডি বিয়ার দিয়ে সাজানো রয়েছে দোকান। আড়াইশো থেকে দশ হাজারের মধ্যে বিভিন্ন মাপের টেডি রয়েছে সেখানে। তবে আড়াইশো থেকে পাঁচশো টাকার মধ্যে টেডি বিয়ার কিনতে বেশি দেখা যাচ্ছে ক্রেতাদের। টেডি বিয়ারের পাশাপাশি রয়েছে বিভিন্ন মাপের হার্ট পিলোর কালেকশন। এগুলির চাহিদা রয়েছে বলে জানা যায়। ব্যবসায়ীরা জানান,”ভালবাসা প্রকাশের অন্যতম উপহার টেডি বিয়ার। দেখা যায় এই দিনেই পছন্দের মানুষের হাত ধরে দোকানে নিয়ে আসে।তারপর তাদের হাতে তুলে দেয় টেডি।দেখেও ভাল লাগে।”
Related Posts
Recently DCP inspects ongoing preparations of Kali Puja pandal in Siliguri
Recently Siliguri is preparing for Kali Puja with the final preparations in full swing. Officials from the Siliguri Metropolitan Police, including the DCP, are closely monitoring the arrangements to ensure a smooth experience for the city’s residents during the celebrations.…
National Mountain Climbing Day is celebrated annually on August 1 in the United States
National Mountain Climbing Day in the United States is celebrated on August 1, 1898, to honor and commemorate the first successful ascent of the Grand Teton in Wyoming. Also to honor climber Bobby Matthews and his friend Josh Madigan who…
Colors made from marigold flowers and wood-apple leaves
Recently The Non-Timber Forest Produce Division of the forest department introduced the organic ‘gulaal’ made in the markets of Siliguri for the upcoming festival of Holi. Significantly, the colors are actually made of marigold flowers and wood-apple leaves. Actually it…