বাংলাদেশ সিমান্তে দুটি দেহ উদ্ধার। দেহদুটি উদ্ধার করে কুচলিবাড়ি থানার পুলিশকে হস্তান্তর করলো বিএসএফ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি দেহ সেনা বাহিনীর। সিকিমের হরপা বানে রুদ্ররুপ নিয়েছিলো তিস্তা। তিস্তার গ্রাসে নাস্তানাবুদ সিকিম। তিস্তার জলের দাপটে তছনছ হয়েছে সেনা ঘাটিও। আর্মির ৪২টি গাড়ি সহ ২৩ জন আর্মির নিখোঁজের খবর সামনে এসেছিলো। তাদের মধ্যে দুজনকে আজ উদ্ধার করা হয়। একটি দেহ বাংলাদেশে ভেষে যায়। সেখান থেকে ফ্লাগ মিটিংয়ের মাধ্যমে দেহ নিয়ে আসেন বিএসএফ জাওয়ানরা আরও একটি মৃতেদেহ উদ্ধার হয় সীমান্ত লাগোয়া ফকতের চরে। দুটি দেহ উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উদ্ধার হওয়া দুটি দেহ আর্মি জাওয়ানের।
Related Posts
কোচবিহারের সিতাইয়ে আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা সহ গ্রেফতার ৫ জনের ডাকাত দল
বড়োসড়ো সাফল্য পেল সিতাই থানার পুলিশ। কালীপুজোর আগেই ডাকাতির ছক করতে গিয়ে, পাঁচজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সিতাই থানার অন্তর্গত শিঙিমারী নদীর চর থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই ডাকাত দলকে ধরতে সক্ষম হয় সিতাই থানার…
ডাকাতির ছক কষার আগেই গ্রেফতার ডাকাত দল
ডাকাতির ছক কষার আগেই সিঙ্গিমারীতে গ্রেফতার ডাকাত দল,উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা বোমা। ঘটনার বিবরণে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন গতকাল গোপন সূত্রের খবরের ভিত্তিতে সিতাই সাগরদিঘী ব্রিজের কাছে সিঙ্গীমারী নদীর চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জনের একটি…
জোর করে চাঁদা তোলার অভিযোগ,ভাঙলো গাড়ির কাঁচ
জোর করে চাঁদা তোলার অভিযোগ ক্রমশ বেড়েই চলেছে দিনহাটা শহরের প্রধান সড়ক সহ অলিতে গলিতে। চাঁদা না দেওয়ার কারণে ভেঙে ফেলা হলো যাত্রীবোঝাই বোলেরো গাড়ি কাঁচ। এই ঘটনার জেরে উত্তেজনা চরমে ওঠে দিনহাটায়। ঘটনাটি ঘটেছে দিনহাটা শহরের আটিয়াবাড়ী সংলগ্ন ভাংনি…