বিগত বেশ কিছু বছরের মধ্যে চলতি বছর গরম ছিল সব চেয়ে বেশি। সেই কারণেই চলতি বছর ব্যাপক হারে বেড়েছিল বিদ্যুতের ব্যবহার। যার প্রভাব দেখা গিয়েছিল ইলেকট্রিক বিলে। সেই সময় বিদ্যুতের এত ব্যবহার এবং তার চাহিদার কারণে সরকার বেশ চিন্তায় পড়েছিল।
এবার তাই নানান সরকারি বিদ্যালয়ে বিদ্যুতের ব্যবহার নিয়ে নয়া নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর। সম্প্রতি রাজ্য শিক্ষা দফতর বিদ্যালয়ের জেলা পরিদর্শকদের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে স্কুল টাইমের বাইরে বিদ্যুৎ ব্যবহার নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
শুধু তাই নয়, স্কুল চত্বরে কোথায় কত পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে সেটারও একটা হিসেব রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত মধ্যশিক্ষা পর্ষদের বিদ্যালয়গুলির উদ্দেশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। বিদ্যালয়গুলিতে বিদ্যুতের অপব্যবহার রুখতে স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে নির্দেশিকা জারি করা হল।