রেল যাত্রীদের কথা মাথায় রেখে একাধিক দারুন পরিষেবা দেয় রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতের অত্যাধুনিক বন্দে ভারত এক্সপ্রেস প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে অন্যতম। এছাড়াও তেজস নামের আরও একটি অত্যাধুনিক ট্রেন চলে ভারতে।
ভারতীয় রেল নেটওয়ার্কে তেজস এক্সপ্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। তবে এখনো পর্যন্ত বাংলার ভাগ্যে তেজস এক্সপ্রেস জোটেনি। এবার ভারতীয় রেল বাংলার যাত্রীদের জন্য খুশির একটি খবর সামনে নিয়ে এসেছে। সপ্তাহে একদিন করে একটি তেজস এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা থেকে আনন্দবিহার টার্মিনাল পর্যন্ত।
নতুন এই ট্রেন স্টপেজ দেবে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি এবং মালদা টাউন স্টেশনে। এই ট্রেন চালু হলে এবার থেকে উত্তরবঙ্গের যাত্রীরা আরো সহজে পৌঁছে যাবেন দিল্লি। এই ট্রেনের তৃতীয় শ্রেণীর ভাড়া হবে ৩০৪৫ টাকা, দ্বিতীয় শ্রেণীর ভাড়া ৪১৮০ টাকা এবং প্রথম শ্রেণীর ভাড়া ৫২১৫ টাকা।