২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল করলেন ও কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দিলেন ২০২২ টেট পাশ ঐক্য মঞ্চের সদস্যরা।শুক্রবার কোচবিহার রাজবাড়ী স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল করে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদে স্মারকলিপি জমা দেন ঐক্য মঞ্চের সদস্যরা।৫ দফা দাবি নিয়ে তারা এই স্মারকলিপি জমা দেন।তাদের দাবিগুলির মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী এবং পর্ষদ সভাপতিকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে,জেলার সমস্ত প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্তিকরণ করতে হবে,২০২২ টেট পাশদের দ্রুত নিয়োগ করতে হবে,জেলার প্রাথমিক স্কুলগুলির পরিকাঠামো উন্নয়ন ঘটিয়ে ড্রপআউট ছাত্রছাত্রীদের স্কুলমুখী করে তুলতে হবে, প্রতিশ্রুতি মতো বছরে দুবার টেট নিয়োগ সুনিশ্চিত করতে হবে, নতুন চাকুরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন দিতে হবে।তাদের এই দাবি অতি সত্তর কার্যকারী করতে হবে বলে ঐক্য মঞ্চের সদস্যরা জানান।
Related Posts
লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড
নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ লাগাতার বৃষ্টিতে জলমগ্ন দিনহাটা শহর ও শহর সংলগ্ন একাধিক ওয়ার্ড।গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে দিনহাটা সহ গোটা জেলায়।বিশেষ করে গতকাল ভোর রাত থেকে এই বৃষ্টি আরও ব্যাপক আকার ধারণ করে। অবিরাম বৃষ্টির জেরে দিনহাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড…
বাঁশ বাগানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো যুবক,চঞ্চল্য বক্সিরহাটে
বৃহস্পতিবার সকাল বেলায় গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় নিজের ছেলেকে দেখতে পেলো মা।জানা গিয়েছে বছর তেইসের ওই যুবক রাতে অনুষ্ঠান দেখতে বাড়ি থেকে বের হয় ।এইদিন সকালবেলায় ওই যুবকের মা বাঁশবাগানে ঝুলন্ত অবস্থায় তার ছেলেকে দেখতে পায়।এই ঘটনা জানাজানি হতেই…
সারা ভারত স্বল্প সঞ্চয় এজেন্টদের কোচবিহার জেলা কমিটির কর্ম বিরতি তথা অবস্থান বিক্ষোভ
সারা ভারত স্বল্প সঞ্চয় এজেন্টদের কোচবিহার জেলা কমিটির কর্ম বিরতি তথা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো কোচবিহার প্রধান ডাক ঘরের গেটে। বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।এদিন এই…