পূর্বভারতে শিক্ষা জগতে নামী বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে অ্যাডামাস ইউনিভার্সিটি ইতিমধ্যে অগ্রগণ্য। কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, আইনের বহুমুখী বিষয় সাফল্যের সঙ্গে পঠনপাঠনের পর এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর দিচ্ছে গণমাধ্যমের ওপর । মিডিয়া কোর্সের বিভিন্ন সহযোগী বিষয় গুলিকে প্রাধান্য দিয়ে মিডিয়া এবং কমিউনিকেশনে একগুচ্ছ কোর্স চালু হচ্ছে।
কর্ণধার সমিত রায় জানিয়েছেন, জনগণকে প্রান্তিক খবর সময়োপযোগী করে তুলে ধরতে, এবং সম্যক, নিখুঁতভাবে পরিবেশন করতে , সাংবাদিকতা পেশাকে আরও পেশাদার এবং পারদর্শী করতে গণমাধ্যমের এই নতুন কোর্সগুলি চালু হচ্ছে । সাংবাদিকতায় কর্মক্ষেত্র এবং কাজের ধরনের চাহিদা হিসেবে বিশ্ববিদ্যালয় স্নাতকস্তরে পাঁচটি নতুন কোর্স শুরু করেছে । কোর্স গুলি হল- ১) জার্নালিজমে এম এ ২)এন্টারমেন্ট মিডিয়ায় এম এ ৩)মিডিয়া টেকনোলজিতে এমএসসি ৪) কমিউনিকেশন ম্যানেজমেন্টে এমবিএ ৫) ইভেন্ট এন্ড মার্কেটিংয়ে এমবিএ । জানা গেছে এই কোর্সগুলিতে ছাত্রছাত্রীদের প্রবেশ করার আগে এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ড. উজ্জ্বল কুমার চৌধুরী জানিয়েছেন , বর্তমানে প্রিন্ট মিডিয়ার চেয়ে ইলেকট্রনিক মিডিয়া দ্রুত বাড়ছে। কোভিড পরিস্থিতির মধ্যেও নিউজপোর্টাল, চ্যানেল, নিউজ আপ এ খবর পরিবেশন হচ্ছে । এই সাংবাদিকতার সঙ্গে পাবলিক রিলেশনজ ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজ্ঞাপন সহসমস্ত তত্ত্ব এবং কৌশলে পারদর্শিতা বিষয়ে দক্ষতা বাড়ানো একান্ত প্রয়োজন । তাই আমরা এই কোর্সগুলি চালু করেছি । যাতে ছাত্ররা তাদের পেশাদারিত্ব আরো নিখুঁত হয় এবং গণমাধ্যমকে আরো শক্তিশালী করা যায়।