সামনেই আসন্ন উপনির্বাচন। সিবিআই – এর তলব এড়িয়ে গেলেন তৃণমূলের মহাসচিব৷ আইকোর মামলায় আজ সিবিআই দফতরে গেলেন না পার্থ চট্টোপাধ্যায়৷ সিবিআই দফতরে চিঠি লিখে সে কথা জানিয়েছেন তৃণমূলের মহাসচিব৷ রাজ্যের উপনির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন ফলে, তিনি হাজিরা দিতে পারবেন না, তিনি একজন প্রবীণ নাগরিক৷ এবং এই মুহূর্তে তিনি নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছেন৷ পারলে সিবিআই আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন৷ সোমবার সিবিআই দপ্তরে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছিলেন তৃণমূলের মহাসচিব। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি বা তাঁর অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ কিন্তু এরপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শিল্প ভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। তাঁকে সেখানেই প্রায় দু’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তাঁরা।
আইকোর মামলায় আজই সিজিও কমপ্লেক্সে সিবিআই-এর দফতরে তলব করা হয়েছিল৷ সিবিআই-এর দাবি, আইকোর মামলার তদন্ত করতে গিয়ে তাঁদের হাতে একটি ভিডিয়ো ফুটেজ এসেছে৷ সেখানে আইকোর কর্তার সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ ওই ভিডিয়োতে তাঁকে আইকোরের সমর্থনে বক্তৃতা দিতেও দেখা যায়৷ পাশাপাশি আইকোরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছু ক্লাবের ব্যাঙ্ক অ্যকাউন্টেও টাকা গিয়েছিল৷ সেই বিষয়েও পার্থ চট্টোপাধ্যায়ের থেকে জানতে চাইছেন সিবিআই কর্তারা৷ এর আগেও গত ১২ মার্চ পার্থ চ্যাটার্জিকে তলব করেছিল সিবিআই। সেই সময় তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন।