অবিরাম গতিতে চলছে যুদ্ধ৷ যুদ্ধের আগুনে পুড়ছে ইউক্রেন৷ দেশ যেন ফিরে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে৷ রুশ বাহিনী কিয়েভের দখল নিতে পারেনি ঠিকই, কিন্তু যুদ্ধের আগুনে ছাড়খাড় রাজধানী৷ শুধু কিয়েভই নয়, খারকভ, ওডেসা, মারিওপোল, চেরনিহিভের মতো শহরগুলি এখন মৃত্যুপুরী৷ এই পরিস্থিতিতে আরও একবার আলোচনার টেবিলে বসার জন্যে রাশিয়াকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷ সেই সঙ্গে তাঁর সাফ হুঁশিয়ারি, সমাধানসূত্র খুঁজে পাওয়া না শুরু হবে তৃতীয় যুদ্ধ৷
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান প্রসঙ্গে জেলেনস্কি বলেন, আলোচনার মাধ্যমেই রুশ বাহিনীকে প্রতিরোধ করতে চায় ইউক্রেন৷ কিন্তু, সেই আলোচনা ব্যর্থ হলে তৃতীয় যুদ্ধ অবশ্যম্ভাবী৷ জেলেনস্কির কথায়, “ওঁর (ভ্লাদিমির পুতিন) সঙ্গে আলোচনায় বসতে আমি প্রস্তুত। আজ নয়, গত দু’বছর ধরে আমি আলোচনা চালানোর চেষ্টা করছি। আমি মনে করি আলোচনা ছাড়া এই যুদ্ধ বন্ধ হওয়ার সম্ভব নয়।” তিনি আরও বলেন, ‘‘ আলোচনা চালানোর জন্য, বিশেষ করে পুতিনের সঙ্গে সরাসরি কথা বলার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাওয়া উচিত। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলে তৃতীয় বিশ্বযুদ্ধ বাধবেই।”
এদিকে, রুশ বাহিনীর কাছে আত্মসমর্পন করবে না বলে জানিয়ে দিয়েছে ইউক্রেনের দক্ষিণ-পূর্বের মারিওপোল শহর৷ পাশাপাশি, আলোচনায় রাজি হলেও, কখনই আত্মসমর্পণ নয় বলে জানিয়েছেন জেলেনস্কি। জেলেনস্কি সাফ জানিয়েছেন, শান্তির স্বার্থে প্রয়োজনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতেও রাজি৷ তবে একটি শর্তও রেখেছেন তিনি। জেলেনস্কি সাফ জানিয়েছেন, রাশিয়া যদি মনে করে রুশপন্থী ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী এলাকা ডনবাসকে ইউক্রেনের সরকার স্বাধীন বলে স্বীকৃতি দেবে, তাহলে রুশ প্রেসিডেন্টের সেই ইচ্ছে পূরণ হবে না। তিনি এই সংক্রান্ত কোনও বোঝাপড়াতেই যাবেন না বলে আগাম জানিয়ে দিয়েছেন৷