বিএসএফ এর ৯০ ব্যাটেলিয়নের গুলিতে মৃত্যু হল এক যুবকের। জানা গেছে, প্রেম কুমার বর্মন নামে বয়স ২৪ এর ওই যুবক গিতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েতের ভারবান্দা গ্রামের বাসিন্দা। পরিবারের অভিযোগ প্রেম কুমার বর্মন ব্যাঙ্গালোরে শ্রমিকের কাজ করে। কিছুদিন আগেই সে বাড়ি এসেছিল আবার আগামী দুই তিন দিনের মধ্যে তার ব্যাঙ্গালোরে চলে যাওয়ার কথা ছিল। পরিবারের দাবি প্রেম কুমার বর্মন কোনোরকম চোরাচালানকারীর সঙ্গে যুক্ত ছিল না। আজ সকালে নিজের জমিতে ক্ষেত পরিদর্শনে গেলে বিএসএফ তাকে গুলি করে মারে। তবে এখনও পর্যন্ত বিএসএফ বা পুলিশের পক্ষ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Posts
খুদে টেবিল টেনিস খেলোয়াড় সঙ্গে ৮০ তম জন্মদিন পালন করলেন ভারতী ঘোষ
শিলিগুড়ি শহরের টেবিল টেনিসের অন্যতম নাম ভারতী ঘোষ। আজ তাঁর ৮০ তম জন্মদিনে আপ্লুত “বঙ্গরত্ন” ভারতী ঘোষ। ভক্তদের ভালোবাসায় আরও বেঁচে থাকার আশা প্রকাশ করেন তিনি। আজ এক ঝাঁক খুদে টেবিল টেনিস খেলোয়াড় ও তাদের অভিভাবকেরা সকলে মিলে শিলিগুড়ির দেশবন্ধু…
বাইসনের হামলায় গুরুতর যখম তিনজন
ঘোকসাডাঙ্গা ছোট শিমুলকুড়ি এলাকায় বাইসনের হামলায় গুরুতর যখম তিনজন। আহতরা ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন। স্থানীয় সূত্রের খবর, আজ সকালে ঘোকসাডাঙ্গা ছোট শিমুল বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি বাইসন দেখতে পায়। বাইসন এর হামলায় ইতিমধ্যে তিনজন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের…
আলিপুরদুয়ারে উদযাপিত হল ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী
আলিপুরদুয়ার জেলা জুড়ে শুক্রবার ভীমরাও আম্বেদকরের জন্ম জয়ন্তী পালন করা হলো।তিনি বাবাসাহেব নামেও পরিচিত ছিলেন।জেলার প্রতিটি ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে ভীমরাও আম্বেদকরের জন্মজয়ন্তী পালন করা হয়। কালচিনি চৌপথি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও জন্মজয়ন্তী পালন হয়।আলিপুরদুয়ারের…