দুর্গাপুজো, কালীপুজোর মতো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ছট পুজো। বিগত দুবছর অন্যান্য উৎসবের মতো ভাটা পড়েছিল ছট পুজোতেও। সংক্রমনের জেরে তেমন কোনও ভিড় লক্ষ্য করা যায়নি ছট ঘাটগুলোতে। বিধি-নিষেধের মধ্য দিয়েই উদযাপন হল ছট পুজো। তবে এ বছর জাঁকজমকের সাথে পালন হল ছটপুজো। রবিবার দুপুর থেকে ছট পুজো দেখতে শহর শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ছট ঘাটগুলোতে দেখা গিয়েছিল দর্শনার্থীদের উপচে পড়া ভীড়। তেমনি সোমবার ভোর সকাল থেকেই বিভিন্ন ছট ঘাটগুলোতে উৎসাহিত দর্শনার্থীদের কোলাহল লক্ষ্য করা গেল ঠিক আগের মতো।
শিলিগুড়ি পুর নিগমের সু-ব্যবস্থাপনা ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সজাগ দৃষ্টির মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল ছট। এছাড়াও আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে বিভিন্ন ঘাটে লক্ষ্য করা গেছে সিভিল ডিফেন্সের সদস্যদের। পাশাপাশি পুলিশের সহায়তার জন্য সিভিক ভলেন্টিয়ার ও মহিলা সুরক্ষার জন্য উইনার্স টিম উপস্থিত ছিল বিভিন্ন ছটঘাটগুলোতে। এছাড়াও বিভিন্ন ছট ঘাটগুলোতে সিভিল ডিফেন্স এর পাশাপাশি আপৎকালীন পরিস্থিতিতে মোকাবেলা করতে নদীতে নামানো হয়েছিল স্পিড বোর্ডও। প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত মানুষদের সচেতন করতে সচেতনামূলক বার্তা তুলে ধরা হয় মাইকিং এর মাধ্যমে। কার্যত এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবর ছিল না বলা যেতেই পারে। অবশেষে ২০২২ এর শিলিগুড়ির ছট পুজো সম্পূর্ণ হলে শান্তিপূর্ণভাবে।