আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মঙ্গলবার দুপুরে খুঁটি পূজার মাধ্যমে দেবী দুর্গার আরাধনা শুরু হলো মালদা বিশ্বনাথ স্মৃতি সংঘে। প্রত্যেক বছরের মতো এই বছরও জাঁকজমক ভাবে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে তারই প্রাক্কালে খুঁটি পূজা করা হলো। জানা গেছে এ বছর এই ক্লাবের বাজেট আনুমানিক ৪ লক্ষ টাকা ৫৩ তম বর্ষে পা রাখল এই ক্লাব। সোলার সাজে সাজিয়ে তোলা হবে এবং মালদাবাসীকে বিশেষ উপহার দিতে চলেছে এই ক্লাব কর্তৃপক্ষ।
Related Posts
ফুঁটো ট্রান্সফরমার লাগানোর অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ
রাতের অন্ধকারে ফুঁটো ট্রান্সফরমার লাগিয়ে চলে যাওয়ার অভিযোগে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ও ঠিকাদারকে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের।ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙি গ্রামে।গ্রামবাসীদের অভিযোগ,প্রায় ১৫ দিন আগে ঝড়ে গ্রামের একমাত্র ট্রান্সফরমারটি পুড়ে…
নাগরিক মঞ্চের পক্ষ থেকে সাধারণ মানুষের মতামতের উদ্দেশ্যে “জনতার ইজলাজ”
আরজিকর ঘটনার প্রতিবাদে নাগরিক মঞ্চের পক্ষ থেকে জনতার এজলাস কর্মসূচি হয় বুধবার রাত্রে মালদা শহরের ফোয়ারা মোড়ে। আর জি করের যে মহিলা জুনিয়র ডাক্তার ধর্ষণের পর খুন এই বিষয়ে সরকার, পুলিশ প্রশাসন, সিবিআই সহ বিচার ব্যবস্থা যেভাবে চলছে মানুষ এখনো…
বাড়ির চারপাশে থইথই জল,অন্তঃসত্বা মেয়েকে নিয়ে আতঙ্কে কাটছে দিনরাত
বাড়ির চারপাশে থইথই করছে পুনর্ভবা নদীর জল।স্রোতের শব্দে বুক কেঁপে উঠছে পঞ্চাশোর্ধ্ব মহিলা আশুবালা সরকারের।আশুবালা দেবী বলেন বাড়িতে সাড়ে আটমাসের অন্তঃসত্বা মেয়ে রয়েছে পুনর্ভবা নদীর জলের স্রোতে রাস্তা ভেঙে বাড়ি এখন জলাভুমি। যোগাযোগের মাধ্যম বলতে একমাত্র ছোট ডিঙি নৌকা।স্রোতের কারণে…