বিশ্বকাপের আগে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত?

রোহিত শর্মা শুরুর দিকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটি শতরান করলেও আইপিএলে চেনা ফর্মে নেই। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেন করে রান করতে পারছেন না। ভারতীয় দলের অধিনায়কের ফর্ম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উদ্বেগ তৈরি করছে। সৌরভ গঙ্গোপাধ্যায় যদিও রোহিতকে নিয়ে এক দমই চিন্তিত নন। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট পদে রয়েছেন সৌরভ। দলের সঙ্গে ঘুরছেন। মাঠের ধারে বসে খেলা দেখছেন। রোহিতকেও দেখেছেন একাধিক ম্যাচে সামনে থেকে।

আইপিএলে ফর্মে না থাকলেও সৌরভের বিশ্বাস টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনা মেজাজেই দেখা যাবে তাঁকে। ভারতের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘ভারতের দল খুব ভাল হয়েছে। রোহিতও বিশ্বকাপে ভাল খেলবে। বড় প্রতিযোগিতায় ও সব সময় ভাল খেলে। রোহিত বড় মঞ্চের ক্রিকেটার।’’ এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে রোহিত ৩৪৯ রান করেছেন। গড় ২৯.০৮। টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ১ জুন থেকে শুরু হবে। এ বারের বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ় এবং আমেরিকায়। ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে।