সম্প্রতি কেন্দ্র সরকারের এক সিদ্ধান্তে দেশ জুড়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর তরফে দেশে ২,০০০ টাকার নোট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল। অন্যদিকে এটি আচমকা নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছিল বলে জানিয়েছে RBI। তবে এই খবর সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা।
এই নিয়ে মোদী সরকারকে টুইটবাণে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। টুইটে নেত্রী লেখেন, “এটা কোনও ২০০০ টাকার ধামাকা ছিল না, আসলে কোটি কোটি ভারতীয়কে ধোঁকা দেওয়া হয়েছে। আমার ভাই-বোনেরা এবার জেগে উঠুন। নোট বাতিলের সময় যে কষ্ট ভোগ করতে হয়েছিল আমাদের তা ভোলার নয়। যারা এই কষ্ট দিয়েছিল তাদের কোনওভাবেই ক্ষমা করা যাবে না।”
অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে পাল্টা তোপ দেগে বলেন, “এটা অবশ্যই আপনার এবং আপনার দলের নেতাদের কাছে ধামাকা ছিল যারা তাদের বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড় করে রেখেছিলেন। সেই দুর্নীতি রুখতে হয়তো কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে।”