ধীরে ধীরে জাঁকিয়ে শীত পড়ছে গোটা বাংলায়

বছর শেষের সাথে সাথেই বদলে যাচ্ছে আবহাওয়া। বাড়ছে শীতের আমেজ। কুয়াশায় ঢেকে গিয়েছে গোটা কলকাতা। চলতি মাস শেষ হতে বাকি আর কটা দিন, কিন্তু এরই মাঝে ডিসেম্বর শুরুর আগেই শীত এসে হাজির দোরগোরায়৷ উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গে জারি পারদ পতন৷ গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস৷ হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম।

এদিকে, আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছে৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের তুলনায় কম৷ আকাশ মূলত পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস৷ মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, গত ১০ বছরে নভেম্বর মাসে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড দেখলে বোঝা যাবে শীতের ছন্দ৷

২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রির ঘরে৷ ২০২০ সালের ২৪ নভেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস৷ গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাসে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু, চলতি বছর নভেম্বরে ইতিমধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াসে। ফলে এই বছর যে শীতের ধুন্ধুমার ব্যাটিং দেখা যাবে, তা সহজেই অনুমেয়৷