বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বিদায় নিয়েছে গরম, আগমন হয়েছে শীতের। আবার কখনও আংশিক মেঘলা কখনও বৃষ্টি। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী এবার রেকর্ড শীত, পড়েছে দক্ষিণে তার ওপর বর্ষণের দাপট।
হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টিপাত। ওদিকে ঝাড়খণ্ড, তেলঙ্গানা ও ছত্তীসগঢ়ের উপর রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যা ক্রমেই কলকাতার উপর আসছে।
এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে সমস্ত জেলাতেই নেমেছে তাপমাত্রা। ওদিকে ঘন কুয়াশার দাপট অব্যাহত।