বাড়ছে শীত, জারি হলো সতর্কতা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বছর শেষে শীত এলো রাজ্যে৷ উত্তুরে হাওয়ায় কাঁপুনি ধরছে বেশ৷ বুধবার এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম দিন৷ এদিকে উত্তর-পশ্চিম ভারতে শুরু হয়েছে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ এরই মধ্যে সপ্তাহান্তে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস৷ রাজধানী দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্চাব সহ গোটা উত্তর পশ্চিম ভারতে শৈত্য প্রবাহ হতে পারে সতর্কতা জারি করা হয়েছে৷ 

আগামী কয়েকদিনের মধ্যে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে ৬ ডিগ্রি পারদ পতন হতে পারে বলে পূর্বাভাস জারি করা হয়েছে৷ রাজস্থান, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশের কিছু অংশে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি থেকে ১০ ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে৷ এদিকে কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন৷ পারদ নামল ১৫ ডিগ্রির নীচে৷ আর পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই পৌষের শুরুতে জাঁকিয়ে বসবে শীত৷ তবে আগামী দু’দিন সকালে বাংলার মুখ ঢাকা থাকবে কুয়াশায়৷ 

নিম্নচাপের বাধা কাটিয়ে পরিষ্কার আকাশে হু হু করে ঢুকতে শুরু করেছে উত্তুরে হাওয়া৷ আগামী কয়েকদিন আকাশও পরিষ্কার থাকবে৷ গত দু’দিনে ৪ ডিগ্রি পারদ নেমেছে৷ আগামী তিনচার দিন এমনই আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ পশ্চিমী ঝঞ্ঝা কাটলে শুরু হবে শীতের ধুন্ধুমার ব্যাটিং৷ তবে উত্তরবঙ্গে বেশ ভালো দাপট দেখাচ্ছে শীত৷ দক্ষিণবঙ্গেও পারদ আরও নামবে৷ ১২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে জেলার তাপমাত্রা৷ 

ইতিমধ্যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব ফেলছে উত্তর-পশ্চিম ভারতে৷ এই ঝঞ্ঝা পশ্চিম থেকে ক্রমেই পূর্ব দিক দিয়ে বয়ে যাওয়ার পর আরও ঠান্ডা হাওয়া ঢকবে রাজ্যে। জাঁকিয়ে বসবে শীত৷ ঠান্ডায় জবুথবু হবে রাজ্যবাসী৷

Leave a Reply