চলে গিয়ে ফিরে এলো আবার, চলতি মাসের মাঝা মাঝি সময় থেকে যেভাবে তাপমাত্রার পারদ বাড়ছিল বাংলায় তাতে মনে করা হয়েছিল যে শীতের ‘ব্যাটিং’ শেষ। কিন্তু শেষ বেলায় আবার ‘কামব্যাক’। গত দিনের তুলনায় আরও কিছুটা কমেছে শনিবারের তাপমাত্রা। যদিও আগামী কয়েকদিনে বৃষ্টি হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার শহরের তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে শহরের আকাশজুড়ে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস তারা দেয়নি। অন্যদিকে আবারও উত্তরে হাওয়ার প্রভাব কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই আপাতত শীত অনুভূত হবে বাংলায়। এর কারণ হিসেবে বলা হচ্ছে, যে পশ্চিমি ঝঞ্ঝা শীতের হাওয়াকে বাধা দিচ্ছিল তা কেটে গিয়েছে। ফলে উত্তরে হাওয়ার প্রভাব স্বাভাবিক হয়েছে আগের থেকে।
যদিও এই ঠান্ডার আবহ খুব বেশি দিন যে উপভোগ করতে পারবে বাঙালি এমনটা নয়। হাওয়া অফিসের বক্তব্য, আগামী ৪-৫ দিন পর থেকে তাপামাত্রা ফের অল্প অল্প বাড়তে শুরু করবে। কমপক্ষে ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাবে পারদ। তাই বলা যায়, ফেরুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই শীতের চলে যাওয়ার প্রস্তুতি শুরু হবে।