রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। এই অবস্থায় চাকরির দাবিতে যখন আন্দোলনের জোয়ার রাজপথে, তখন এসএসসি দফতরে এক অন্য ছবি৷ শারীর শিক্ষা এবং কর্মশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা সকলের নিয়োগ প্রক্রিয়া শুরু৷ এসএসসি অফিসে চাকরি প্রার্থীদের কাউন্সেলিং শুরু হল৷ ছ’বছর অপেক্ষা পর শুরু কাউন্সেলিং৷
হকের চাকরির দাবিতে দফায় দফায় সরগরম হয়ে উঠছে রাজপথ৷ ঠিক তখন মিলল স্বস্তির খবর৷ স্কুল সার্ভিস কমিশনের কার্যলয়ের সামনে চাকরিপ্রার্থীদের ভিড়৷ কাউন্সেলিং-এর পর চাকরির নিশ্চয়তা নিয়ে ফিরবেন বাড়িতে৷ ছ’ বছর অপেক্ষার পর শারীর শিক্ষা ও কর্মশিক্ষার ১৪০৪ জন চাকরিপ্রার্থীর কাউন্সেলিং পর্ব শুরু হয়েছে৷
এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, জেলাভিত্তিকভাবে শূন্যপদ দেখে নিয়োগ করা হবে। পুরুষ ও মহিলা প্রার্থীদের আলাদা আলাদা কাউন্সেলিং হচ্ছে। পৃথক সুপারিশের আয়োজনও করা হবে।