তরুণী চিকিৎসকের মৃত্যুর মামলার শুনানি হবে কি বিচারপতির নয়া আদালতে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় কলকাতা হাইকোর্ট থেকে এবার সুপ্রিম কোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী। শীর্ষ আদালতের বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি বাগচী।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলা শুনতে পারেন বিচারপতি বাগচী। আর জি কর মামলায় প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে তৃতীয় বিচারপতি হিসেবে থাকতে পারেন তিনি। মামলার শুনানিতে প্রধান বিচারপতি ও বিচারপতি সঞ্জয় কুমারের সঙ্গে বিচারপতি বাগচী বসতে পারেন।

গত ১০ মার্চ সুপ্রিম কোর্ট কলেজিয়াম এ রাজ্যের হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টে উন্নীত করার সুপারিশ করে। সেই সুপারিশে সই করেছেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। এবার শপথ গ্রহণের অপেক্ষা। দেড় মাস পর সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ তথা এক নম্বর এজলাসে উঠবে আরজি কর মামলা।