হঠাৎ কেন দিল্লি ছুটলেন গৌতম গম্ভীর IPL ফাইনালের আগে?

কলকাতা নাইট রাইডার্স রবিবার ১৭তম আইপিএলের (IPL) ফাইনালে নামবে। ট্রফি জয়ের শেষ লড়াইয়ে কেকেআরের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। তার আগে হঠাৎ কয়েক ঘণ্টার ছুটি নিলেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর। ফাইনালের আবহে চেন্নাই থেকে দিল্লি গেলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু কেন? আজ শনিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ। যে কারণে গৌতম দিল্লি গিয়েছিলেন ভোট দিতে।

তিনি এর আগে বিজেপির টিকিটে জিতে পূর্ব দিল্লির সাংসদ হয়েছিলেন। এ বার তিনি নির্বাচনের আগে বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে জানান, তাঁকে যেন রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি পুরোপুরি যুক্ত হন কেকেআর টিমের সঙ্গে। কিন্তু ভোটের দিন তিনি চেন্নাইয়ে বসে থাকেননি। পৌঁছে যান দিল্লিতে। গৌতম গম্ভীর ভোট দেওয়ার পর হাসিমুখে নিজের এক ছবি সোশ্যাল মিডিয়া সাইট  এ শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘যাও ভোট দাও। এটা তোমার অধিকার, এটা তোমার দেশ।’ সঙ্গে দেন একটি ভারতবর্ষের পতাকার ইমোজি।

গৌতম গম্ভীর  ভারতের বিশ্বজয়ী প্রাক্তন তারকা ক্রিকেটার বিজেপি সাংসদের দায়িত্ব পালন করার সময় জনগণের সেবার সঙ্গে যুক্ত ছিলেন। এ বার  তিনি ভোটে লড়েননি। লড়াই করছেন ২২ গজে। কেকেআরের মেন্টর হিসেবে। ফাইনালে এ বার দেখার নাইটরা ট্রফি জিততে পারে কিনা।