কবে থেকে হানা দেবে শীত

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে শ্লথ গতিতে আসছে শীত। নভেম্বরের প্রায় দশ তারিখ হতে চললেও এখনও পাত্তা নেই শীতের।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আর কয়েকটি দিনের অপেক্ষা। তারপর হানা দেবে শীত। সব ঠিক থাকলে ১৫ই নভেম্বরের দিক থেকে উত্তুরে হাওয়া বইতে শুরু করবে রাজ্যে। অর্থাৎ নভেম্বরের মাঝামাঝিতেই তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে।

তার আগে অবশ্য ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। সাগরে রয়েছে ঘূর্ণাবর্ত। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলায়। তবে আগামীকাল ভিজতে পারে দক্ষিণবঙ্গ। রবিবার বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূলের ৩ জেলায়।