কবে থেকে আগমন হবে শীতের

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে নভেম্বরের ২১ তারিখ হয়ে গেলেও এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী পাঁচ দিনেও কলকাতা-সহ গোটা রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। আপাতত গোটা বঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। রাজ্যে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় কুয়াশার দাপট বাড়বে। আপাতত কয়েক দিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চলতি সপ্তাহে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ১২ ডিগ্রির নিচে নেমে যাওয়ার সম্ভাবনা।