চলতি বছর পূর্ব ঘোষিত সময়েই শুরু হয়ে শেষ হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। কবে প্রকাশিত ফলাফল এই জল্পনার মাঝেই এবার নয়া আপডেট, অবশেষে মুখ খুলল পর্ষদ। সংসদ জানাচ্ছে, মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হবে আগামী ২ মে। যেখানে উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা হবে ৮মে।
পড়ুয়ারা অনলাইনেও রেজাল্ট দেখতে পারবেন একই সাথে ঐদিন মার্কশিটও হাতে পেয়ে যাবে তারা। উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার ৮০ দিন পর প্রকাশিত হচ্ছে রেজাল্ট। যেখানে উচ্চমাধ্যমিকের রেজাল্ট আসছে পরীক্ষার ৬৯দিন পর। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি।
উল্লেখ্য যে, আগামি ২মে এবং ৮মে-র মাঝে ৭ তারিখ তৃতীয় দফার ভোট রয়েছে। যেহেতু ভোটগ্রহণ প্রক্রিয়া এবং পোলিং এজেন্ট, জওয়ানদের থাকার ব্যবস্থা স্কুলেই হয় তাই উচ্চমাধ্যমিকের রেজাল্টের দিন নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। তবে পর্ষদ জানাচ্ছে, তারা নির্ধারিত দিনেই মার্কশিট সংগ্রহ করতে পারবেন।