বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ নিয়ে বিরাট মন্তব্য করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিহারের বিরোধী দলেরা পশ্চিমবঙ্গের বিরোধী দলের মতো আদালতে মামলা করে না। মামলা করলেই সব ভেস্তে যাবে। বাংলায় গোটা নিগোয়টাই আদালতে আটকে রয়েছে। আইনি জটে আটকে রয়েছে। আদালত নির্দেশ দিলে ৭ দিনের মধ্যে নিয়োগ করে দেখিয়ে দেবে রাজ্য সরকার।’
বহুদিন থেকে নিয়োগের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। সেই আন্দোলনের প্রভাব আসন্ন লোকসভা ভোটের ফলাফলে পড়বে কিনা সেই প্রশ্ন করা হলে ব্রাত্য বসু বলেন, ‘কোনও প্রভাব ভোটে পড়বে না।’