মুখ্যমন্ত্রী আদিবাসীদের মুখোমুখি হলে ক্ষোভ উগরে দিলেন আদিবাসীরা

পূর্ব ঘোষণা অনুযায়ী বেলপাহাড়ি সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ সেখানে আদিবাসীদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ বেলপাহাড়িয় সভা শেষে আদিবাসীদের মুখোমুখি হলে, মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দিলেন তাঁরা৷ গ্রামবাসীদের অভিযোগ, এখানে পানীয় জল নেই৷ ২ কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে আনতে হয় তাঁদের৷ অভিযোগ শুনে অবশ্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মমতা৷

মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪-এর মধ্যে ঘর হবে৷ ১০০ দিনের কাজের টাকা দিল্লি বন্ধ রেখেছে৷ টাকার জন্য আমরা রোজই লড়াই করছি৷ ঘরের টাকাও বন্ধ রেখেছে৷ টাকা পেলেই ঘর দিয়ে দেওয়া হবে৷ এর জন্য রাজ্য সরকার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ বেলপাহাড়ি অঞ্চলে মোট চারটি জায়গায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷

সব অভিযোগ শুনেই তাঁর জবাব, কেন্দ্র টাকা দিচ্ছে না৷ বরাদ্দ এলেই জল সংযোগ হয়ে যাবে৷ ২০২৪ সালের মধ্যে সর্বত্র দলের পাইপ পৌঁছে যাবে৷ এ প্রসঙ্গে বিজেপি’র প্রাক্তন রাজা সভাপতি দিলীপ ঘোষ বলেন, গত ১২ বছর ধরে টাকা দিচ্ছেন না, এমনটা তো বলতে পারবেন না৷ এত বছরে কেন কিছু করলেন না৷ তাঁর চিন্তা হয়েছে, আদিবাসী সমাজের এক প্রতিনিধি রাষ্ট্রপতি হয়েছেন৷ তাঁর মন্ত্রী অখিল গিরি তাঁকে যে ভাবে অপমান করেছেন তাতে আরও আহত হয়েছে আদিবাসী সমাজ৷