আদালতে পেশ করার সময়, প্রশ্ন করতেই ঘুষি দেখালেন কল্যাণময়

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতিতে সর্বপ্রথম পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে সিবিআই শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে।

দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বুধবার আদালতে পেশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও। সকাল থেকেই ব্যাঙ্কশাল আদালতের বাইরে ছিল তৎপরতা। বেলা সাড়ে এগারোটার কিছুটা পর আদালতে চত্বরে ঢোকেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

এর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হয় কল্যাণময়কে। তিনি গাড়ি থেকে নামতেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “স্যর, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য নিয়োগপত্রে সই করেছিলেন৷ আপনি বলছেন, আপনার সই জাল করা হয়েছে। অথচ পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়টি জানিয়েছেন।” প্রশ্নটা শেষ করার আগেই আগেই হাত তুলে ওই সাংবাদিকের উদ্দেশে ঘুষি দেখান কল্যাণময়। এই ঘটনার সাক্ষী থাকেন উপস্থিত সকলে৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতা এবং তথ্য গোপনের অভিযোগে গত বৃহস্পতিবার এসএসসি’র প্রাক্তন সভাপতিকে গ্রেফতার করে সিবিআই। বিশেষ আদালতের বিচারক ২১ সেপ্টেম্বর পর্যন্ত কল্যাণময়কে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন৷ একই সঙ্গে হেফাজতে নেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় ও এসএসসি’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহাকেও৷