রেলের টিকিট ভ্রমণ ছাড়া আর কোন কোন কাজে লাগে ?

ট্রেনের টিকিট ভ্রমনের জন্য তো লাগেই। এছাড়াও এই টিকিট দিয়ে বহু বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যায়। এগুলো অনেকের কাছেই অজানা। জেনে নিন। সেগুলি কী কী? কারাই বা এই সুযোগ সুবিধাগুলো পেতে পারে। বিস্তারিত জেনে নিন।

আপনার কাছে যদি ট্রেনের টিকিট থাকলেই আপনি এবং হোটেলে পেয়ে যেতে পারেন। তবে আপনার তাহলে IRCTC-র ডরমিটরি প্রয়োজন হতে পারে। সেখানে হোটেল ভাড়া এতেবারে ফ্রি না হলেও খুব সস্তা। মাত্র ১৫০ টাকাতে এক রাত কাটাতে পারবেন। সাথে একটি বিছানা। তবে এই পরিষেবা পাবেন শুধুমাত্র ২৪ ঘন্টার জন্যই। এমনকি বিছানার সাথে বালিশ, চাদর, কম্বলও পেতে পারেন বিনামূল্যে। শুধুমাত্র টিকিট লাগবে। দিতে হবে না অতিরিক্ত টাকা।