মোট সম্পত্তির পরিমাণ কত সন্দেশখালি কাণ্ডের মূল অভিযুক্তের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে সন্দেশখালি কাণ্ডের মূল হোতা শেখ শাহজাহানের বিরুদ্ধে।

ইডির দাবি, জমি দখলের টাকায় ৮৭ লক্ষ টাকার সোনা কিনেছিলেন শেখ শাহজাহান। কেনা হয়েছিল চারটি বিলাসবহুল গাড়িও। পাশাপাশি চারজনের নামে মোট ১ কোটি ১০ লক্ষ টাকার সম্পত্তি কিনেছিলেন শাহজাহান। এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

আদালতে চার্জশিট দিয়ে ইডির দাবি, জমি দখলের টাকায় শেখ শাহজাহানের সম্পত্তি ও লেনদেন হয়েছে মোট ১৯৯ কোটি ৭৬ লক্ষ টাকার। শাহজাহানের সঙ্গী শিবু হাজরা তাকে যে ৫০ লাখ টাকা দিয়েছে, সেই প্রমাণ ইতিমধ্যেই হাতে এসেছে ইডির। সবমিলিয়ে ইডির দাবি, শাহজাহানের সম্পত্তির পরিমাণ ২০০ কোটি ২৬ লক্ষ টাকা।