নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে পশ্চিমবঙ্গে তৃতীয় দফার লোকসভা নির্বাচন ছিল বহরমপুর, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের মোট পাঁচটি কেন্দ্রে। এবার জানা গেল, বিকেল অবধি নির্বাচন কমিশনের কাছে ৩৬১টি অভিযোগ জমা পড়েছে।
জানা যাচ্ছে, লোকসভা ভোটের তৃতীয় দফায় বিকেল অবধি চার কেন্দ্র মিলিয়ে কমিশনের কাছে মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। দলগতভাবে জমা পড়া অভিযোগের সংখ্যা হল ৩৬১টি। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে। মোট ১৫৩টি অভিযোগ জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যথাক্রমে ২৫টি, ১৭টি এবং ১০টি নালিশ। তবে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব। এরপর আগামী ১৩ মে রয়েছে চতুর্থ দফার নির্বাচন। সেদিন কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে ভোট রয়েছে।