ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। রাজ্যের দৈনিক সংক্রমনের পাশাপাশি কমল মৃত্যু সংখ্যাও। সব মিলিয়ে রাজ্যের সংক্রমণের পরিস্থিতিতে বেশ খানিকটা উন্নতি হয়েছে। রাজ্য সরকারের করোনা বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭০৩ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫.৪৬ লক্ষ। বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনার বলি ৮ জন। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে মৃত্যু হয়েছে ১ জন করে। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৪১০। এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৭১৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৮,৬৮৪। যার ফলে অ্যাক্টিভ কেস কমেছে ২৪টি। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ৯,১৪৩। এদিন রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.২২ শতাংশ। সংক্রমণের হার ১.৬২। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৮,৫৮,২৬৫ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
Related Posts
কম হলো বঙ্গের দৈনিক সংক্রমনের গ্রাফ
বেশ খানিকটা চিন্তার পর কিঞ্চিৎ স্বস্তি মিলল রাজ্যের দৈনিক সংক্রমনের সংখ্যায়। বাড়াবাড়ি রকমের সংক্রমণ বেড়েছিল বঙ্গে এবং তার জন্যই কড়া বিধিনিষেধ লাগু করা হয়েছে। তবে এই মুহূর্তে কিঞ্চিত স্বস্তি কারণ আক্রান্তের সংখ্যা আপাতত নিম্নমুখী হয়েছে। তবে আজও গতকালের তুলনায় সামান্য…
লং-কোভিড কি? প্রকাশ্যে এলো বড় তথ্য
গত দুই বছর করোনার দাপটে নাস্তানাবুদ হয়েছে গোটা বিশ্ব৷ এই করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর সেরে উঠলেও যে চিন্তা পুরোপুরি যায় না তা আবার টের পাওয়া গেল। দীর্ঘমেয়াদি ভাবে কোভিডের উপসর্গ থেকে…
Brazil health minister Marcelo Quiroga tests Covid positive hours after accompanying President Jair Bolsonaro to U.N. General Assembly
Brazil’s health minister tested covid positive in New York after President Jair Bolsonaro spoke at the U.N. General Assembly on Tuesday. Brazil’s government said in a statement that Marcelo Quiroga was in good health and would remain in isolation in…