ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। রাজ্যের দৈনিক সংক্রমনের পাশাপাশি কমল মৃত্যু সংখ্যাও। সব মিলিয়ে রাজ্যের সংক্রমণের পরিস্থিতিতে বেশ খানিকটা উন্নতি হয়েছে। রাজ্য সরকারের করোনা বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭০৩ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫.৪৬ লক্ষ। বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনার বলি ৮ জন। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে মৃত্যু হয়েছে ১ জন করে। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৪১০। এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৭১৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৮,৬৮৪। যার ফলে অ্যাক্টিভ কেস কমেছে ২৪টি। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ৯,১৪৩। এদিন রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.২২ শতাংশ। সংক্রমণের হার ১.৬২। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৮,৫৮,২৬৫ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।
Related Posts
16 Afghan people evacuated from Afghanistan who landed in Delhi yesterday, test Covid positive
As many as 16 Afghan evacuees, out of 78 who landed in Delhi yesterday i.e, on Tuesday have tested Covid positive. All the positive people have been admitted to LNJP Hospital and the rest are quarantined at an Indo-Tibetan Border…
দেশের মধ্যে দিল্লিতে করোনা সংক্রমণের বেশির ভাগই ওমিক্রনে আক্রান্ত
চিন্তা বাড়ছে দেশের চারিদিকের করোনা পরিস্থিতি নিয়ে। আরো একবার করোনা সংক্রমনের করাল থাবার মুখোমুখি হতে চলছে দেশ। পূর্ব আশঙ্কা অনুযায়ী ভারতে যে ডেল্টা প্রজাতিকে ওমিক্রন প্রজাতি টপকে যাচ্ছে যা আগে থেকেই জানান হচ্ছিল। সেই প্রেক্ষিতে এখন প্রমাণও মিলছে বটে। মহারাষ্ট্র…
Covid-19: Schools, colleges to reopen in Delhi, night curfew shortened by one hour
The Delhi Disaster Management Authority (DDMA) has announced the reopening of schools and colleges in the city, owing to the drop in coronavirus cases. Schools will open in a phased manner- with classes 9th-12th reopening from Feb 7 and classes…