করোনা সংক্রমণের নিরিখে স্বস্তি দিচ্ছে বাংলা

ধীরে ধীরে সুস্থ হচ্ছে বাংলা। রাজ্যের দৈনিক সংক্রমনের পাশাপাশি কমল মৃত্যু সংখ্যাও। সব মিলিয়ে রাজ্যের সংক্রমণের পরিস্থিতিতে বেশ খানিকটা উন্নতি হয়েছে। রাজ্য সরকারের করোনা বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৭০৩ জন। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫.৪৬ লক্ষ। বেড়েছে অ্যাকটিভ কেসের সংখ্যা। পজিটিভিটি রেট ১.৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনার বলি ৮ জন। তার মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে মৃত্যু হয়েছে ১ জন করে। সব মিলিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৪১০। এদিন রাজ্যে সুস্থ হয়েছেন ৭১৯ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,১৮,৬৮৪। যার ফলে অ্যাক্টিভ কেস কমেছে ২৪টি। মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা হয়েছে ৯,১৪৩। এদিন রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.২২ শতাংশ। সংক্রমণের হার ১.৬২। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ১,৬৮,৫৮,২৬৫ জনের। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।  

Leave a Reply