চলতি মাসে বর্ষা ঢোকার কোন সম্ভাবনা নেই? দেখুন আপডেট

কিছুদিন তাপমাত্রা সহনশীল থাকলেও। ফের মাথা ছাড়া দিয়েছে কলকাতা সহ বিভিন্ন জেলার পারদ। আজ কলকাতায় এবং আশেপাশের জেলাগুলির মাত্রা ৫০ ছুঁয়েছে। অস্বস্তিতে নাজেহাল রাজ্যের মানুষ। সকলের প্রশ্ন একটাই। কবে বর্ষা ঢুকবে? বৃষ্টির দেখা কি মিলবে না? কবে কমবে তাপমাত্রা? দেখুন কী বলছে হওয়া অফিস।

হওয়া অফিস শুনিয়েছিল, এই বছর নাকি বর্ষা সময়ের আগেই ঢুকবে। ফলে কিছুটা আশায় বুক বাঁধতে শুরু করেছিল রাজ্যবাসী। কারণ কেরলে বর্ষা সময়ের আগেই ঢুকে গিয়েছিল। তবে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলো না। সম্প্রতি আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে এখনও দেরি রয়েছে। দক্ষিণবঙ্গে এবার মৌসুমী বায়ু প্রবেশ করবে দেরি করে। আর্দ্রতাজনিত অস্বস্তি আপাতত বজায় থাকবে দক্ষিণবঙ্গে।