দক্ষিণ বঙ্গের নদীগুলিতে জলস্তর বিপদসীমার উপরে

বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ বঙ্গের অন্যান্য জেলা গুলির সঙ্গে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত অব্যাহত। এই অবস্থায় দক্ষিণ বাঁকুড়ার উপর দিয়ে প্রবাহিত শিলাবতী, কংসাবতী, কুমারী, জয়পণ্ডা সহ অন্যান্য নদী গুলিতে জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। জল বেড়েছে মুকুটমনিপুর জলাধারেও। সূত্রের খবর, এই জলাধারের জল ধারণ ক্ষমতা, এর মধ্যে জল ছাড়ার আগে মুহূর্তে ৪৩৩ দশমিক ৮০ ফুট জল ছিল। পরিস্থিতি বিবেচনা করে মুকুটমনিপুর জলাধার থেকে সোমবার নদী বক্ষে ১০ হাজার কিউসেক জল ছাড়া হলো। এর পর বৃষ্টি ও জলাধারে জলের পরিমান দেখে দফায় দফায় আরও জল ছাড়া হতে পারে কংসাবতী সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে।

মুকুটমনিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে নদী তীরবর্ত্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এদিন পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তালডাংরার শিলাবতী নদী তীরবর্ত্তী এলাকার মানুষকে সতর্ক করে মাইক প্রচার করা হয়েছে।