শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব আনন্দধারা-২০২৩ এর শুভ সূচনা হলো ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্রর জন্ম জয়ন্তীর দিন। এদিন এই ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ করেন লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রথমে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর ওয়ার্ড উৎসবের এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক(কালা) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Related Posts
তিন মাসের অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হলো উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের
তিন মাসের অন্তর্বর্তীকালীন মেয়াদ শেষ হলো উপাচার্য ওমপ্রকাশ মিশ্রের। সোমবার থেকে ফের তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের পদে কাজে যোগ দেবেন। উপাচার্য সহ শনিবার একইভাবে মেয়াদ শেষ হয় রেজিস্ট্রার নুপুর দাস ও ফিনান্স অফিসার অম্লান মজুমদারের। তবে কার্যকরী কমিটি এবং উপাচার্য…
Inter Coaching Centre Football Tournament is about to start in Siliguri
Siliguri, June 08: The Inter Coaching Centre Football Tournament, organized in collaboration with the initiative of Winners Club and Winners Football Coaching Centre with the aim of promoting football and encouraging young players, is all set to begin. Organizers revealed…
“আমি তোমাদেরই” টক টু মেয়র অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব
দিন এগোচ্ছে,কমছে ফোনের সংখ্যা। হয়তো মানুষের সমস্যার সমাধান করতে পারছেন তারা, সেই জন্যই ফোনে অভিযোগের সংখ্যা কমছে। শনিবারের টক টু মেয়র কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব। প্রায় ৩০ থেকে ৩৫ টি, বা তার অধিক ফোন তিনি নিয়েছেন…