শিলিগুড়ি ১৬ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড উৎসব আনন্দধারা-২০২৩ এর শুভ সূচনা হলো ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষ চন্দ্রর জন্ম জয়ন্তীর দিন। এদিন এই ওয়ার্ড উৎসবে অংশগ্রহণ করেন লোকসভার বিরোধী দলনেতা তথা পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রথমে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজী সুভাষ চন্দ্র বসুর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর ওয়ার্ড উৎসবের এক বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অধীর রঞ্জন চৌধুরী, সঙ্গে ছিলেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক(কালা) সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
Related Posts
Fatal attack on fast food vendor while returning home from wedding in Naxalbari
Naxalbari, May 08: In a tragic turn of events, a 24-year-old fast food vendor was brutally attacked while on his way home from a wedding ceremony. The injured youth has been identified as Joy Burman of Shanti Nagar. According to…
কালীপুজোর মরশুমে মালদা-রায়গঞ্জ রুটে বেসরকারী বাস পরিষেবা বন্ধ
বাস মালিকদের হটকারী সিদ্ধান্তের ফলে কালীপূজোর মরশুমে মালদা-রায়গঞ্জ রুটে বেসরকারী বাস বন্ধ। ফলে অসুবিধায় পরেছে যাত্রী থেকে বাস চালক ও কন্ডাক্টররা। পূজোর মরশুমে কাজ না থাকায় বিপাকে প্রায় ১৫০জন বাস কন্ডাক্টররা। জানা গিয়েছে,মালদা রায়গঞ্জ রুটে প্রায় ৪০টি বাস চলাচল করে।…
শিক্ষারত্ন পুরস্কার পেলেন অধ্যাপিকা হাদীদা ইয়াসমিন
কোচবিহার: প্রতিবছর রাজ্য সরকার শিক্ষক দিবসে বিশ্ববিদ্যালয় কলেজ এবং স্কুলের বিশিষ্ট শিক্ষকদের শিক্ষারত্ন পুরস্কার দিয়ে সম্মানিত করে।এবার এই পুরস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপিকা হাদিদা ইয়াসমিন।কোচবিহার ল্যান্স ডাউন হলে তার হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেন…