হাম-রুবেলা নিয়ে সচেতনতা প্রচারে পথে নামল স্বাস্থ্যকর্মীরা

হাম-রুবেলার দূরীকরণে পদযাত্রা। আগামী ৯ই জানুয়ারি থেকে হাম-রুবেলাকে দূরীকরণ করতে দার্জিলিং জেলা সমতলে শুরু হচ্ছে টিকাকরণ। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে এদিন এক পদযাত্রার আয়োজন করা হয়। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে ও শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় পদযাত্রায় অংশগ্রহণ করে পুরনিগমের স্বাস্থ্য বিভাগের কর্মীরা এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও পড়ুয়ারা।

শনিবার পদযাত্রাতে অংশগ্রহণ করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। স্বাস্থ্যবিভাগের মেয়র পরিষদ দুলাল দত্ত,জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ পুর নিগম ও প্রশাসনিক আধিকারিকেরা। পদযাত্রাটি শিলিগুড়ি বাঘাযতীন ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উল্লেখ্য আগামী ৯ই জানুয়ারি থেকে সমতলে টিকাকরণ শুরু হলেও পাহাড়ের স্কুল বন্ধ থাকায় চলতি মাসের ১৫ তারিখ থেকে পাহাড়ের টিকাকরণ শুরু হবে বলে জানা যায়।